শতবর্ষী হইলেও মরিতে চাহিনা আমি এই সুন্দর ভূবনে। ১০৭ বছর বয়সী যুবতী জুসেপ্পিনা আজ টিকা নিয়েছেন ইতালিতে। পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা রকমারি ঝুঁকি থাকুক বা নাই থাকুক, বাঁচতে হলে করোনার টিকা নিতে হবে যে! অপ্রীতিকর ঘটনাপ্রবাহে কয়েকদিন বিরতির পর ১৯ মার্চ থেকে ইতালিতে পুনরায় শুরু হয়েছে জাতীয় টিকা কার্যক্রম। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আব্রুৎসো বিভাগের মোলিসে প্রভিন্সের অধিবাসী জুসেপ্পিনা মুচ্চিল্লি’র জন্ম ১৯১৪ সালের ১৭ এপ্রিল। আধাসামরিক বাহিনী ক্যারাবিনিয়েরি’র স্থানীয় ইউনিটের মেডিক্যাল টিম পরম যত্নে প্রথমে তাঁর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ভ্যাক্সিন গ্রহণের মতো পর্যাপ্ত সুস্থতা থাকার বিষয়টি আগেই নিশ্চিত হয়। মাত্র ৮০ বছর বয়সী কন্যা এ সময় মায়ের পাশে উপস্থিত ছিলেন। ক্ষুদ্রাতিক্ষুদ্র ভয়ংকর কোভিড-১৯ জীবাণুর বিরুদ্ধে টিকে থাকতে চেষ্টা করার অনুমতি দেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
?? মাঈনুল ইসলাম নাসিম, অনলাইন এক্টিভিস্ট।
Photo courtesy : Corriere della Sera
Leave a Reply