ফয়েজ উল্লাহ মজুমদার ঃ
মরে গিয়ে বেঁচে গেলেন আরজু ভাই….
এক বুক অভিমান নিয়ে গত এক দশকে টিকে থাকার লড়াই শেষ করে চলে গেলেন এক সময়ের প্রভাবশালী ছাত্রলীগের ফেনী জেলার সাবেক সভাপতি, যুবলীগের সভাপতি ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান জাগ্রত বিবেকের কান্ডারী আজাহারুল হক আরজু।
সরকারী দলে ক্ষমতাসীনদের সাথে তাল মিলিয়ে আদর্শ বিকিয়ে দেয় নি বলে আরজুরা কখনো ভালো থাকে নি নিজ দল ক্ষমতায় থাকার পরও, আবার বিরোধী দলে থাকতে ও নেত্রীর ঝান্ডা উড্ডীয়নে পিছ পা হয় নি বলে তখন ও জেল জুলুমেই কাটতো জীবন।
বিরোধী দলে যেমন সহস্র হামলা-মামলা-হুলিয়া মাথায় নিয়ে ঘুরেছিলেন আরজু ভাই ঠিক গত দশ বছরও হামলা-মামলা মাথায় নিয়ে এ রকম ফেরারি জীবন যাপন করতেছিলো আরজু ভাই…।
আজকে আরজু ভাইয়ের জানাযায় গিয়ে মায়াকান্না হল ,ফেসবুকে কান্নার বৃষ্টি ঝরলো—কিন্তু জীবিত আরজু এতোটা জনপ্রিয় আর বিচক্ষণ হয়েও এতো কোণঠাসা ছিলো কেন তার খোঁজ কি কেউ নিয়েছেন??
আরজু ভাইয়েরা পর পারে নিশ্চিত যেন ভালো থাকে ,ভালো থাকবেন।।।
Leave a Reply