ইতালি প্রতিনিধি : ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে এ বছর ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেনি।আর সেটা নিয়েই ইতালির মিলান শহরে বাংলাদেশি কমিউনিটিতে চলছে আলোচনা সমালোচনা।কেউ কেউ বলছে যারা এখানে দেশের প্রতিনিধিত্ব করছে তাঁরাই যদি দেশের সংবিধান পরিপন্থী কোন কাজ করে তাহলে সাধারন জনগন কি করবে ? বিশ্ব জুড়ে ৭৭ বাংলাদেশ মিশনের মধ্যে একমাত্র মিলানের অফিসেই পালিত হয়নি এই দিবস টি। গতকাল মিলানের এই অফিসে সারাদিন তালা ঝুলিয়ে থাকায় অনেক প্রবাসে সেখান থেকে ফিরে আসে চরম ক্ষোভ প্রকাশ করেন। সেই সময়ে (২১ফেব্রুয়ারি) কনসাল ইকবাল ভেনিসে ভ্রমনে থাকেন। মিলানের কনস্যুলেট জেনারেল ইকবাল আহমেদকে নিয়ে ইতালির উত্তর অঞ্চলের প্রবাসীদের মধ্যে রয়েছে নানা বিতর্ক।অনেকেই বলেন,ইকবাল আহমেদ মূলত এতজন জামাত – বিএনপি ঘরনার আমলা।২০২০ সালে ১৫ আগষ্টে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান পর্যন্ত তিনি করতে দেননি কনস্যুলেট অফিসে।
নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন,জাতীয় দিবস গুলো পালনে ইকবাল আহমেদের রয়েছে অনিহা।মূলত তার এহেন গোয়ার্তুমি কর্মকান্ডে অতিষ্ঠ ইতালির উত্তর অঞ্চলের প্রবাসী বাংলাদেশিরা।কয়েকবার চেষ্টা করেও ইকবাল আহমেদের সাথে যোগাযোগ করা যায়নি।
লোম্বারদিয়া ( ইতালি ) আওয়ামী লীগের প্রচার সম্পাদক মামুন হাওলাদার তার ফেসবুকে লেখেন,
“এবার ই প্রথম বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানে ২১ শে ফেব্রুয়ারী ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে না।”এদিকে গত শনিবার ইতালির ভেনিসে আইন অমান্য করে কন্সুলেন্ট সেবা দিতে গিয়ে স্থানীয় গণমাধ্যমে বাংলাদেশ শিরোনামে হয়। t ভেনিসের একটি হলে শনিবার ২০ ফেব্ররুয়ারি শহীদ মিনারের পোস্টারে ফুল দেয়, মিলানের কনসাল জেনারেল ইকবাল।সেখানে বাংলাদেশের জাতীয় পতাকার চরম অবমাননা করতে দেখা যায় ইকবালকে।
অনেকেই বলেন,দেশের জাতীয় দিবস পালন না করে তা অমান্য করা দেশদ্রোহীর সমান।ইকবাল আহমেদ একের পর এক অসামাজিক কার্যকলাপ করেও অলৌকিক কারনে পার পেয়ে যাচ্ছে।অনেকেই প্রশ্ন করেন ইকবাল আহমেদের খুঁটির জোর কোথায় ?
[…] https://deshpriyonews.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%83%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be-%… […]