সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৩:৪৭ পূর্বাহ্ন

মিলানে(ইতালি) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৫৪ বার

কমরেড খোন্দকার: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানে ই-পাসপোর্ট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান। এ সময় রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেল সেবাগ্রহীতারদের হাতে ই-পাসপোর্ট তুলে দেন। এর মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৪ আগস্ট) বাংলাদেশের ৩৩তম বৈদেশিক মিশন হিসেবে ইতালির মিলানের কনস্যুলেট জেনারেলে ই-পাসপোর্ট পরিসেবার শুভ সূচনা হয়।

এসময় কনস্যুলেটে আয়োজিত সভায় রাষ্টদূত
বলেন, ‘প্রধামন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক ২০২০ সালে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট প্রবর্তন করেন। গত ২০২০ সালের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্তমান বিশ্বের সর্বাধুনিক ই-পাসপোর্টেন উদ্বোধন ঘোষণা করে বলেন, ‘ই-পাসপোর্ট বাংলাদেশের জনগণের জন্য মুজিববর্ষের উপহার।’
তিনি বলেন, ‘যুগের চাহিদা ও উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় অবস্থান, মর্যাদা সুসংহত করার লক্ষ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বাংলাদেশ ই-পাসপোর্ট প্রবর্তন ও চালুর উদ্যোগ গ্রহণ করে। ইতো মধ্যে বাংলাদেশের সব পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট প্রদান করা হচ্ছে। বিমানবন্দরে ই-গেইট স্থাপন করা হয়েছে যা দক্ষিণ এশিয়ায় প্রথম এমনকি উন্নত দেশগুলোর স্বল্পসংখ্যক দেশে স্থাপিত হয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তার সফল বাস্তবায়ন সম্ভব হলো।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলান কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ,উপস্থিত ছিলেন সহকারী কনসাল ( শ্রম) ছাব্বির আহম্মেদ,মিলান কনসাল জেনারেলের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং মিলানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের অনেকেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 DeshPriyo News
Designed By SSD Networks Limited