শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:৫৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের আরেক ব্যাংক ‘দেউলিয়া’

আমাদের সময়
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৭১ বার
ফার্স্ট রিপাবলিক ব্যাংক, মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের আরও একটি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। ফার্স্ট রিপাবলিক ব্যাংক নামের প্রতিষ্ঠানটির অধিকাংশ সম্পদ কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগান চেজ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গতকাল রোববার গ্রাহকদের স্বার্থ রক্ষায় ফার্স্ট রিপাবলিক ব্যাংকের সমস্ত সম্পদের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্রের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। এরপর আজ সোমবার এফডিআইসির মধ্যস্ততায় নিলামের মাধ্যমে জেপি মরগান চেজের কাছে ব্যাংকটি বিক্রির ঘোষণা দেওয়া হয়। ফার্স্ট রিপাবলিক ব্যাংকের সমন্ত আমানত এবং বেশিরভাগ সম্পদ ১০ দশমিক ৬ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে জেপি মরগান চেজ। এর ফলে, আপাতত ব্যাংকটিতে আমনতকারীদের টাকার সুরক্ষিত হলো।

জেপি মরগান চেজের প্রধান নির্বাহী জেমি ডিমন বলেছেন, সরকারের আমন্ত্রণ পেয়েই তারা অন্য ব্যাংকগুলোর সঙ্গে নিলামে অংশ নেন। এই অধিগ্রহণের ফলে ফার্স্ট রিপাবলিকের উপকার হবে এবং কোম্পানির বর্তমান ব্যাবসাগুলো টিকিয়ে রাখা যাবে বলেও দাবি করেন তিনি।

এ নিয়ে গত দুই মাসে যুক্তরাষ্ট্রে তৃতীয় ব্যাংকের পতন হলো। গত মার্চে তিন দিনের ব্যবধানে দেশটির দুটি ব্যাংক বন্ধ হয়ে যায়। তখন সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হওয়ার তিন দিন পর বন্ধ হয় সিগনেচার ব্যাংক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 DeshPriyo News
Designed By SSD Networks Limited
error: Content is protected !!