বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১১:০২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আকায়েদের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৫১৩ বার
আকায়েদ উল্লাহ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সাবওয়ে স্টেশনে পাইপ বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টাকারী বাংলাদেশি অভিবাসী আকায়েদ উল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ম্যানহাটন ফেডারেল আদালত এই রায় দেন। খবর এনবিসির।

সাজা ঘোষণার সময় বিচারক রিচার্ড জে সুলিভান বলেন, ‘তার যাবজ্জীবন সাজা হওয়াই যথার্থ। তার অপরাধ প্রকৃতপক্ষেই বর্বরোচিত ও জঘন্য।’

তবে সাজা ঘোষণার আগে নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন আকায়েদ। তিনি বলেন, ‘আমি যা করেছি, তা ভুল ছিল। আমি আমার অন্তরের অন্তস্থল থেকে বলছি, আমি অত্যন্ত দুঃখিত। আমি নিরপরাধ মানুষের ক্ষতি করাকে সমর্থন করি না।’

উল্লেখ্য, ৩১ বছর বয়সী আকায়েদ উল্লাহ ২০১৭ সালে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নামে ওই হামলা চালানোর চেষ্টা করেন।  ওই বছরের ১১ ডিসেম্বর সকালে ঘরে তৈরি পাইপবোমা নিয়ে নিয়ে নিউইয়র্কের এইটিনথ অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে বিস্ফোরণের চেষ্টা চালান। কিন্তু বোমাটি পুরোপুরি ফাটেনি। এতে আকায়েদসহ চারজন আহত হন। পরে ২০১৮ সালে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার, গণপরিবহন ব্যবস্থায় বোমার বিস্ফোরণ এবং জঙ্গিগোষ্ঠী আইএসকে সহযোগিতার দায়ে দোষী সাব্যস্ত করা হয় তাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 DeshPriyo News
Designed By SSD Networks Limited
error: Content is protected !!