প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক)
আসনের উপ- নির্বাচনে সবত্র আলোচনায়
৯০’র গঅভ্যুত্থানের ছাত্রনেতা, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি(১৯৮৩-১৯৮৬), বাংলাদেশ ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক (আলম-অসীম) কমিটি ও আমরা ক’জন মুজিব সেনা’র প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, দুঃসময়ে রাজপথে শেখ হাসিনা’র বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে পরিচিত এ.এফ. জসিমউদ্দিন আহমেদ (AF Jashim Uddin Ahmed). । সৎ ও মেধাবী জসিম উদ্দিন আহমেদ করোনা মহামারীর শুরু থেকে রাত – দিন লক্ষীপুরে কাজ করে যাচ্ছেন।
স্থানীয়দের দাবী আসন্ন লক্ষীপুর-২ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে উনার বিকল্প নেই, সেজন্য আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান জসিম উদ্দিনকে মনোনয়ন দেওয়ার জন্য।
১৯৮৭ থেকেআ মরা ক’ জন মুজিব সেনার মাধ্যমে দেশব্যাপী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করার কাজ করে যাচ্ছেন এই জসিম উদ্দিন।
উল্লেখ্য, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) সংসদীয় আসনে এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের পদ হারানোর পর উপনির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড় শুরু হয়েছে।
Leave a Reply