সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৩:০৬ পূর্বাহ্ন

লন্ডনে”কুমিল্লা স্পোর্টিং ক্লাবের” জার্সি উন্মোচন করলেন-বাহার এমপি

সংবাদ বিজ্ঞপ্তি
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৮৩ বার

যুক্তরাজ্যে প্রবাসী কুমিল্লাস্থ খেলোয়াড়দের শারীরিক ও মানসিক বিকাশ এবং অটুট বন্ধ আরো দৃঢ় করার লক্ষ্যে, লন্ডনে যাত্রা শুরু করল ‘কুমিল্লা স্পোর্টিং ক্লাব’ । লন্ডনের ক্যানারী ওয়ার্ফের অভিজাত একটি হোটেলে এই ক্লাবটির যাত্রা উপলক্ষ্যে জার্সি উন্মোচন করা হয়েছে ।কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লন্ডনে কুমিল্লা স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন করেছেন

। জার্সি উন্মোচন অনুষ্ঠানে অন্যতম আকর্ষন ছিলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান । লন্ডনে বসবাসরত কুমিল্লাবাসীকে কুমিল্লা স্পোর্টিং ক্লাবকে সহযোগীতা করার আহবান জানিয়ে আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন , ব্রিটেনে এই ক্লাবটি তাদের কার্যক্রমের মাধ্যমে কুমিল্লাকে নতুন ভাবে ক্রীড়াঙ্গনে তুলে ধরতে পারবে । এসময় তিনি জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান সহ ক্লাবটির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । সব ধরনের খেলাধুলার সুযোগ নিয়ে কুমিল্লা স্পোর্টিং ক্লাবে যুক্তরাজ্যস্থ কুমিল্লাবাসীরা সদস্য হতে পারবে জানান বলে ক্লাব কতৃপক্ষ। প্রবাসে বেড়ে ওঠা তরুন প্রজন্মের মধ্যে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সাঁতারসহ বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণের ব্যবস্থা করবে “কুমিল্লা স্পোর্টিং ক্লাব”। এছাড়া কুমিল্লা জেলার মেধাবী খেলােয়াড়দেরকে ব্রিটেনে খেলাধুলার সুযোগ সৃষ্টিতে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন । প্রতিবারের ন্যায় এই বছরও লন্ডনে অনুষ্টিতব্য ডিস্ট্রিক্ট ক্লাব টুর্নামেন্ট সহ বিলেতের বিভিন্ন টুর্নামেন্টে ক্লাবটি অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ক্লাবের কর্মকর্তা বৃন্দ। । এছাড়া ক্লাবটির পক্ষ থেকে জানান, ব্রিটেনে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা গুলোকে নিয়ে টুর্নামেন্টে চালু করার পরিকল্পনা রয়েছে । সেই সাথে , বছর জুড়ে প্রবাসীদের জন্য পুনর্মিলন, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও উদ্যোগ নেওয়া হবে।

পরিশেষে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি ক্লাবের জার্সি এবং লোগো আগত অতিথিদের মধ্যে তুলে ধরেন । এসময় ক্লাবের উদ্যোক্তা ও পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন , শাহজাহান কবির , খালেদুল ইসলাম খালেদ, সাফি , রাজীব হাসান, শৈশব আহমেদ, মিলন শাহাদাত সহ অন্যান্যরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 DeshPriyo News
Designed By SSD Networks Limited