সাইপ্রাস সংবাদদাতা – বিপুল উৎসাহ উদ্দীপনার ও উৎসব মূখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাইপ্রাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যোগে এক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন সাইপ্রাসের সভাপতি জি এম মুকুল, বিপ্লবী সাধারণ সম্পাদক এ কে এম শামীম ফয়সাল এবং বাংলাদেশ এসোসিয়েশন ইন সাইপ্রাসের সাবেক সভাপতি জনাব তুহিনুর রহমান খান,তরুন আওয়ামী লীগ নেতা মনির সরকার, শেখ জামাল, অলক সাহা ,রঞ্জন সাহা, উত্তম কুমার,জীবন চৌধুরী, মো আরিফুল ইসলাম, এইচ এম রানা, সোহেল মাহমুদ , জয় বিশ্বাস, সুজিত মৃধা গৌতম ঘোষ, রনি, শাকির আহমেদ প্রমূখ আওয়ামী লীগের একঝাক তরুন নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।অনুষ্ঠানের প্রারম্ভে কেক কেটে দলের নেতাকর্মীরা একে আনন্দ উল্লাস করেন ।
Leave a Reply