শুক্রবার সকল ৯ টা থেকে বিকাল 8 টা পর্যন্ত প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে ফাইজারের টিকা দেওয়ার নিবন্ধনের রেজিস্ট্রেশন সার্ভার জটিলতা ও নানান অব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের অবহেলা-অজ্ঞতার কারণে চরম অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে। দেশে ছুটিতে এসে আটকা পড়া সৌদিআরব ও কুয়েত প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে ফাইজারের টিকা দেওয়ার কথা থাকলেও আজ শুক্রবার সারাদেশের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সমূহে অসংখ্য বিদেশ গমনের ইচ্ছুকরা যারা শুধুমাত্র পাসপোর্ট করেছেন তারা জমায়েত হয়েছেন এবং রেজিস্ট্রেশনের চেষ্টা করছেন এতে ভীড় যেমন বেড়েছে অব্যবস্থাপনা পৌঁছেছে চরম পর্যায়ে এতে করে বিপাকে পড়েছে ছুটিতে আসা সৌদি ও কুয়েত প্রবাসীরা।
বৃষ্টি উপেক্ষা করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লার সামনে দাউদকান্দি উপজেলা থেকে টিকার রেজিস্ট্রেশন করতে আসা রফিকুল ইসলাম বলেন ভাই গতবছর কুয়েত থেকে ছুটিতে এসেই দেশে আটকা পড়েছি এরমধ্যে দেশে টিকাদানও শুরু হয় কিছু প্রবাসীদের রেজিস্ট্রেশনে কোন সুযোগ না থাকায় রেজিস্ট্রেশন করতেও পারিনি টিকাও নিতে পারিনি , এখন যেহেতু সরকার প্রবাসীদের টিকা দিবে ঘোষণা দিয়েছেন , এইজন্য এখানে এসেছি পরিস্থিতি দেখে মনে হচ্ছেনা যে সহজে রেজিস্ট্রেশন করতে ও টিকা দিতে পারবো। চৌদ্দগ্রাম উপজেলা থেকে আসা আব্দুস ছালাম জানান সৌদিআরব থেকে ছুটিতে এসেই করোনার টিকা নিবন্ধন করতে চেষ্টা করেছিলাম কিন্ত জাতীয় পরিচয়পত্র না থাকায় নিবন্ধটি করতে পারিনি, টিকা নিতে পারিনি। এদিকে জেলার হোমনা উপজেলা থেকে আসা আবদুর রহিম জানায় সৌদি যাওয়া উদ্দেশ্যে পাসপোর্ট করেছি, শুনেছি টিকার সার্টিফিকেট না থাকলে নাকি সৌদি দূতাবাস ভিসা দিবে না তাই টিকা নিয়ে প্রস্তুত থাকতে আজ রেজিস্ট্রেশন করতে এসেছি। যখন প্রশ্ন করা হয় যে সরকার ঘোষণা দিয়েছেন যে সৌদিআরব ও কুয়েত থেকে ছুটিতে আসাদের অগ্রাধিকার ভিত্তিতে ফাইজারের টিকা দেওয়ার হবে কারণ তারা ফিরে গিয়ে কোয়ারেন্টেনে থাকতে না হয় তাছাড়া দেশে প্রচলিত চিনের সিনোফার্ম টিকা সৌদি ও কুয়েত সরকার এখনো অনুমোদন পায়নি। উত্তরে সে বলে ভাই এখানে আমার মত অসংখ্য মানুষ আছেন যারা এখনো ভিসাও পায়নি তাছাড়াও গতকাল যে ১২৭ জনকে টিকা দেওয়া হয়েছে তারা কেউই এখনো বিদেশ যায়নি। তার এই উত্তরেই স্পষ্ট ফুটে এসেছে কতটা অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে সৌদিআরব ও কুয়েত ফেরত প্রবাসীদের অগ্রাধিকার ভিওিতে ফাইজার টিকা দেওয়ার কার্যক্রম। উল্লেখ্য গত ২৯/০৬/২১ তারিখে মহান সংসদে সৌদিআরব ও কুয়েত প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে ফাইজারের টিকা দেওয়ার কথা ঘোষণা দেন।
Leave a Reply