সমলিঙ্গের বিয়েকে সমর্থন দিয়েছেন সুইজারল্যান্ডের ভোটাররা। গণভোটে ৬০ শতাংশেরও বেশি সুইস সমলিঙ্গের মধ্যে বিয়ের পক্ষে ভোট দিয়েছেন। এরমধ্য দিয়ে দেশটি এই ইস্যুতে পশ্চিম ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্ত হলো। যদিও দেশটির ধর্মীয় এবং রক্ষণশীল রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করে আসছিল। তাদের দাবি, এই বিয়ে অনুমোদিত হলে তা দেশের চলমান পরিবার ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
বিবিসির খবরে জানানো হয়েছে, ২০০৭ সাল থেকেই সমলিঙ্গের মধ্যে পার্টনারশীপ অনুমোদিত ছিল সুইজারল্যান্ডে। তবে সেখানে কিছু অধিকারের সীমাবদ্ধতা ছিল। এখন বিয়ে অনুমোদিত হওয়ায় সেখানে সমলিঙ্গের স¤পর্কে থাকা দ¤পতীগুলো শিশু দত্তক নিতে পারবেন।
একইসঙ্গে লেসবিয়ানদের ক্ষেত্রে তারা অন্যের শুক্রাণু ব্যবহার করে সন্তান জন্ম দিতে পারবেন। গত ২০ বছরে পশ্চিম ইউরোপের বেশীরভাগ দেশই সমলিঙ্গের বিয়ে মেনে নিলেও সুইজারল্যান্ডে এটি গণভোট পর্যন্ত পৌঁছায়।
Leave a Reply