সুইজারল্যান্ডে কোন বাংলাদেশি এমপি নির্বাচিত হননি। নারীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সুইস পার্লামেন্টে আগামী ২৯-৩০ অক্টোবর শুধুমাত্র ২ দিনের জন্য ডাকা একটি অধিবেশনে (ইভেন্ট) যোগ দেয়ার জন্য বিভিন্ন ভাষা গোত্র থেকে নির্বাচিত ২৪৬ জনের একজন জুরিখের সুলতানা খান। বাংলাদেশিদের জন্য এটি অবশ্যই গৌরবের কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হবার ভূয়া সংবাদ দিয়েছে বাংলাদেশের গণমাধ্যম।
উল্লেখ্য, সুইজারল্যান্ডে ২০১৯ সালের ২০ অক্টোবর দেশটির জাতীয় সংসদ তথা ফেডারেল এসেম্বলির উভয় কক্ষ ন্যাশনাল কাউন্সিল এবং কাউন্সিল অব স্টেটসের নির্বাচন হয়ে যাবার পর চলতি ২০২১ সালে পুরুষ কিংবা নারী কারো জন্যই নতুন করে কোন প্রকার এমপি ইলেকশন কিংবা পার্লামেন্ট নির্বাচন কিছুই হয়নি, প্রয়োজন পড়েনি।
সাংবাদিক মাঈনুল ইসলাম নাসিম।
Leave a Reply