” গৌরব , ঐতিহ্য ও সংগ্রামের ৪৯ বছর ” বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুইডেন শাখা বোববার আলোচনা সভার আয়োজন করে |
শুরুতেই বাঙালি জাতির পিতার প্রতিকৃতি ও যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন উপস্থিত সকলেই | তারপর যথাক্রমে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত জাতীয় সংগীত পরিবেশন , ১ মিনিট নীরবতা পালন , জাতির পিতা , বঙ্গমাতা , শহীদ শেখ ফজলুল হক মনি সহ ১৯৭৫ এর ১৫ অগাস্টের সকল শহীদ , মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ , ভাষা আন্দোলনের সকল শহীদ , জাতীয় ৪ নেতা , ২১ শে অগাস্টের সকল শহীদ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শাহাদৎবরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত , ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা , বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ , সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল সহ দেশে প্রবাসে সকল বাঙালির সুস্থতা ও দীর্ঘ হায়াৎ জন্য দোয়া করা হয় |
কোরান তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন সুইডেন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলম | এরপর শুরু হয় আলোচনা পর্ব |
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুইডেন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম আম্বিয়া ঝন্টু বলেন যে বিশেষ প্রয়োজনে জাতির পিতার সরাসরি তত্ত্বাবধানে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে যুবলীগ গঠিত হয়েছিল যুবলীগ সেই পথ ধরেই হাটছে | তিনি আরো বলেন যে দেশে প্রবাসে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযোদ্ধের সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নকে আরো বেগমান করার করার জন্য | বিশেষ অতিথির বক্তব্যে সুইডেন আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আলম চৌধুরী বলেন যুবলীগের নেতৃত্বে দেশে প্রবাসে সাংস্কৃতিক ও ক্রীড়া বিপ্লব ঘটাতে হবে তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ শক্তিশালী হবে | বিশেষ অতিথির বক্তব্যে সুইডেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক দলিল উদ্দিন দুলু বলেন যুবলীগ অত্যান্ত শক্তিশালী ও সুশৃঙ্গল সংগঠন এবং শেখ হাসিনার বিশস্ত ভ্যানগার্ড | তিনি সুইডেন যুবলীগের বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন | আলোচনা পর্বে আরও অংশগ্রহণ করেন সুইডেন যুবলীগের ড : নেওয়াজ হোসেন অরূপ , মাসুদ রানা , আতিকুর রহমান , এ টি দুর্জয় , আশিকুর রাজি শিমুল , সুইডেন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি যুবলীগ নেতা ফরহাদ রেজা |
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুইডেন আওয়ামী লীগ নেতা লাভলু মনোয়ার , সুইডেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ , কাউসার আলী , সাংষ্কৃতিক সম্পাদক বেলায়েত হোসেন নিপা , কার্যকরী কমিটির সদস্য খান সালেহ মফিজ , সিরাজ বেপারী , মন্টু মিয়া , বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ নর্ডিক চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ইঞ্জি: হেদায়েতুল ইসলাম শেলী , সুইডেন যুবলীগের সাবেক সহ সভাপতি আশরাফ তপন , যুবলীগ নেতা দেলোয়ার হোসেন জুয়েল , আব্দুল্লাহ আল মাছুম , একরাম উল্লাহ , রাইসুল হাসান রুশু , মুক্তাদির বাবু ,জাকির হোসেন , ফেরদাউসুর রহমান , আব্দুল হাদি রন্জু , মনির হোসেন , নাসির আহমেদ , জহুরুল ইসলাম , আশেক রনি , রাজিব মুস্তাফিজ , এহেসানুল কবির , মাসুদ আহমেদ বাবু , সায়েদুর রহমান অনিক , মিকাইল হোসেন , আমজাদ হোসাইন , তোজাম্মেল হক , মোহাম্মাদ জুহা , মোহাম্মাদ শাহাজাহান , আবদুর রাজ্জাক , সুইডেন ছাত্রলীগের সাবেক সভাপতি পলাশ পাল সহ আরোও অনেকেই |
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুইডেন শাখার আহ্বায়ক যুবায়দুল হক সবুজ | সভাপতির সমাপনী বক্তব্যে তিনি বলেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য রাষ্টনায়ক শেখ হাসিনার নির্দেশে আজকের মানবিক যুবলীগের সন্মানিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সংগ্রামী সাধারণ সম্পাদক আলহ্বাজ মাইনুল হোসেন খানের নেতৃত্বে দেশে প্রবাসে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে | তিনি সুইডেনে সবাইকে সাংগঠনিক শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরুধ জানান | সব শেষে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন | অনুষ্ঠান শেষে আগত সবাইকে রাতের খাবার পরিবেশন করা হয় | অনুঠানটি সঞ্চালনা করেন সুইডেন যুবলীগের যুগ্ন আহ্বায়ক সৈয়দ মহিম |
Leave a Reply