বিশ্ব সুখ দিবস উপলক্ষে সুখী দেশের তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। আজ সোমবার প্রকাশিত তালিকায় আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে উঠে এসেছে ফিনল্যান্ডের নাম। এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে দেশটি। অন্যদিকে পিছিয়েছে বাংলাদেশ। তালিকায় ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৮তম।
গত বছর সুখী দেশগুলোর মধ্যে ৯৪তম ছিল বাংলাদেশ। এ ছাড়া বিশ্বের সবচেয়ে অসুখী দেশের তালিকায় এবার বাংলাদেশ রয়েছে ২০তম অবস্থানে।
২০ মার্চ ছিল বিশ্ব সুখ দিবস। এ উপলক্ষে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৩ প্রকাশ করা হয়। জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের তত্ত্বাবধানে প্রতিবেদনটি করা হয়।
সুখী দেশের তালিকা করতে ছয়টি বিষয়কে বিবেচনা করা হয়। সেগুলো হচ্ছে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি, মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা।
১৩৭ দেশের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র নেপাল (৭৮) রয়েছে সুখী দেশগুলোর মধ্যে শীর্ষ ১০০ এর মধ্যে। এ ছাড়া বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সুখী দেশের তালিকায় ভারতের অবস্থান ১২৬, পাকিস্তান ১০৮, শ্রীলঙ্কা ১১২ এবং মিয়ানমারের অবস্থান ১১৭।
তালিকায় ফিনল্যান্ডের পরের দুই অবস্থানে রয়েছে যথাক্রমে ডেনমার্ক ও আইসল্যান্ড। উন্নতি হয়েছে ইসরায়েলের। গত বছরের নবম স্থান থেকে এবার চতুর্থ অবস্থানে উঠে এসেছে দেশটি।
সেরা ১০টি সুখী দেশের মধ্যে বাকি দেশগুলো হলো-নেদারল্যান্ডস (৫), সুইডেন (৬), নরওয়ে (৭), সুইজারল্যান্ড (৮), লুক্সেমবার্গ (৯) ও নিউজিল্যান্ড (১০)। যুদ্ধরত ইউক্রেন-রাশিয়া এখনো শীর্ষ ১০০ দেশের তালিকায় রয়েছে। রাশিয়া ৭০ ও ইউক্রেনের অবস্থান ৯২।
প্রতিবেদনটিতে বিশ্বের সবচেয়ে বেশি অসুখী দেশের তালিকাও দেওয়া হয়েছে। অসুখী দেশের মধ্যে সবার উপরে আছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ও দ্বিতীয় স্থানে লেবানন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে সিয়েরা লিওন, জিম্বাবুয়ে এবং কঙ্গো।
অসুখী দেশের তালিকায় বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থানে আছে ভারত। এ ক্ষেত্রে দেশটির অবস্থান ১২তম।
Leave a Reply