রাজধানীর উত্তরায় একটি হোটেলে মদপানের পর এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যুর ঘটনায় পাঁচদিন পর তার বান্ধবী নেহাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়। আর এই মোবাইলের পাওয়া গেল ওই মৃত ছাত্রীসহ তার বন্ধুদের কুকীর্তি।
নেহার ফোন থেকে পাওয়া নানা ছবি ও তথ্য বিশ্লেষণ করে পুলিশের দাবি, পার্টি আয়োজন এবং তাতে অংশগ্রহণ করাই ছিল নেহা ও তার বন্ধুদের পেশা। ৩০ জানুয়ারি রাতে উত্তরায় যে পার্টি হয় তার আয়োজকও ছিল নেহা ও আরাফাত।
পুলিশ জানায়, মারা যাওয়া ছাত্রীর সঙ্গে গ্রেফতার রায়হানের প্রেমের সর্ম্পক ছিল। ঘটনার রাতেই দুইজনের শারীরিক সর্ম্পকও হয়। আর বিষাক্ত মদপানেই তার ও আরাফাতের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়ের করা ধর্ষণ ও হত্যা মামলার সব আসামি গ্রেফতার হয়েছে। সবগুলো ফরেনসিক রিপোর্ট পেলে পুলিশ মামলার চার্জশিট জমা দেবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি রাজধানীর উত্তরায় একটি পার্টিতে চার বন্ধুর সঙ্গে অতিরিক্ত মদপানের পর মারা যান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। পরে তার আরেক বন্ধু আরাফাতেরও মৃত্যু হয়। এ ঘটনায় মৃত ছাত্রীর বাবা তার বন্ধুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পাঁচদিন পর মামলার অন্যতম আসামি নেহাকে বৃহস্পতিবার রাতে রাজধানীর আজিমপুর থেকে গ্রেফকার করে পুলিশ।-ডেইলি বাংলাদেশ
Leave a Reply