Qতোফায়েল আহমেদ : বাংলাদেশ দূতাবাসের বরাত থেকে জানা যায় সৌদি স্বরাস্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে আগামী ১০ অক্টোবর ২০২১ তারিখ রবিবার সকাল ছয়টা হতে সরকারী বেসরকারি যেকোন প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র করোনা ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ গ্রহণকারীরা।
এর ফলে (ফাইজার, এস্ট্রেজেনেকা, মডার্ণার) শুধু এক ডোজ টিকা গ্রহণকারী কিংবা শুধু করোনা মুক্ত হয়ে ইমিউন হওয়া ব্যক্তিরা বিভিন্ন সরকারী – বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেনা।
এ সিদ্ধান্ত নিম্নোক্ত ক্ষেত্রসমূহে প্রবেশকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে
ক- যে কোন প্রকার আর্থিক , ব্যবসায়িক, সাংস্কৃতিক , বিনোদনমূলক, স্পোর্টস প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে।
খ- যে কোন প্রকার সাংস্কৃতিক , বিনোদনমূলক, সামাজিক, শিক্ষামূলক অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে।
গ- যে কোন প্রকার সরকারি , বেসরকারি , প্রাইভেট প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে।
ঘ- সেখানে কাজের উদ্দেশ্যে কিংবা সেবা গ্রহণের উদ্দেশ্যে যে উদ্দেশ্যেই যান।
ঙ- বিমানে আরোহণ ও গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে।
দেরি না করে শীঘ্রই করোনা প্রতিরোধী ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ গ্রহণ করুন।
Leave a Reply