একদিনের প্রবাসী!
জানিনা তোর মা-বাবা কিভাবে নিজেদের মানিয়ে নিবে ?
আমাদের প্রবাসিদের মতোই জীবনের স্বাচ্ছন্দ্যের লক্ষ্য পূরণের ও পরিবারের স্বচ্ছলতার স্বপ্ন পূরণে জন্য মাত্র একদিন হল সৌদি এসেছে। জীবিকার তাগিদে টগবগে স্বপ্ন তারুণ্যের এই ২২ বছর বয়সী তরুণ রায়হান।
সিলেট জেলার, সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের, নোয়াগাঁও গ্রামের মৌরশ আলীর ছেলে রায়হান।
টগবগে এই যুবক রায়হান রাজধানী রিয়াদের হারাতে প্রবাস জীবনের কর্মজীবনের প্রথম রাতে ঘুমের ঘরে মৃত্যু হয় তার।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
রায়হান গত শুক্রবার সকাল ৯টায় এসে পৌছায় সৌদি আরবের রিয়াদে।
মহান আল্লাহ যেন রায়হানকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারের সবাইকে ধৈর্য ধরার সে তৌফীক দান করেন ।
আল্লাহ সকল প্রবাসীদের হেফাজতে রাখুক।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply