সম্প্রতি সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের কোয়ারেন্টিন নীতিমালায় পরিবর্তন এনেছেন। যেখানে (নির্দেশিকা এডিশন নং -১৮) তারা জানিয়েছেন সৌদি আরব হতে এক ডোজ টিকা নিয়ে যে সমস্ত নন সৌদিরা ছুটিতে গিয়েছিলেন তাওয়াক্কালনায় ইমিউন বাই ওয়ান ডোজ লেখা থাকলেও তাদেরকে ফেরার সময় কোয়ারেন্টাইন প্যাকেজ গ্রহণ করতে হবে। নির্দেশনায় ইমিউন প্যাসেঞ্জারদের সংজ্ঞায় মুকীমদের ক্ষেত্রে সৌদিতে (এস্ট্রেজেনেকা, মডার্ণা, ফাইজারের) দুই ডোজ টিকা গ্রহণের কথা বলা হয়েছে। কোয়ারেন্টিন প্যাকেজ গ্রহণ ছাড়া সৌদিতে শুধু এক ডোজ টিকা গ্রহণকারীদের প্রবেশ করতে দিবেনা। ফলে এক ডোজ গ্রহনকারীদেরকে এয়ারলাইন্সগুলো ঢাকা বিমানবন্দর থেকে ফেরত দিচ্ছে এবং সামনেও দিবে। সৌদিতে এক ডোজ নিয়ে কেউ যদি বাংলাদেশ হতে অপর ডোজ গ্রহণ করে সেক্ষেত্রে কি হবে, সেবিষয়ে স্পষ্ট কোন নির্দেশনা দেয়নি। তবে এক্ষেত্রে বাংলাদেশে গৃহীত টিকার সার্টিফিকেট ও সৌদিতে গৃহীত সার্টিফিকেট আপলোড করে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিংকে গিয়ে আবেদন করে এপ্রুভাল পেয়ে মুকিম পোর্টালে নিবন্ধনের চেষ্টা করে দেখতে পারেন। উল্লেখ্য ইতোপূর্বে একডোজ টিকা নিয়ে ইমিউন হলে কোয়ারেন্টিন ছাড়াই আসতে পারতেন। তবে নতুন এই সিদ্ধান্তের ফলে ইতোমধ্যে যারা এক ডোজ টিকা নিয়ে দেশে গিয়েছেন তারা দূর্ভোগে পরবেন। এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ শেষের দিকে হলে কোন দিক না তাকিয়ে কোয়ারেন্টিন প্যাকেজ গ্রহণ করে চলে আসাই ভালো মনে করছি। এখানে আরো উল্লেখ্য যে সৌদিআরব তার অভ্যন্তরেও টিকার ফুল ডোজ গ্রহণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে চেষ্টা করছে। ফলে কোয়ারেন্টিন নীতিমালার এই পরিবর্তনও তাদের রাষ্ট্রীয় সার্বিক পলিসিরই অংশ। মামুনুর রশিদ কনস্যুলেট রিয়াদ বাংলাদেশ দূতাবাস।
Leave a Reply