বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন

সৌদি ভ্রমণকারীদের জন্য আইন শিথিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৯১ বার

তোফায়েল আহমেদ : সৌদি সিভিল এভিয়েশন অথরিটি কোয়ারেন্টিন বিষয়ে কিছু পরিবর্তন এনেছে।

অনেকটাই আইনের শিথিল করেছে।
নতুন এই নিয়ম আগামী ২৩ সেপ্টেম্বর ২০২১ দুপুর ১২ ঘটিকা হতে কার্যকর হবে।
আমরা সবাই জানি সৌদি সরকারের অনুমোদিত টিকা না নিলে,সৌদি আরবে আসলে ৭ দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারান্টাইন করতে হতো।
সিভিল এভিয়েশন নতুন যে নিয়ম করেছে সেটি হলো-
টিকা ছাড়া ব্যাক্তি ৭ দিন নয় ৫ দিন কোয়ারান্টাইন করবে।
গতকাল 13 সেপ্টেম্বর 2021 তারিখে সৌদি সিভিল এভিয়েশন অথরিটি কর্তৃক প্রকাশিত সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এই নির্দেশ জারি করেছে।
সৌদি সরকারের অনুমোদিত টিকার কমপ্লিট ডোজ নেয়া থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন করতে হবে না।
সৌদি সরকার যে টিকা সৌদির অভ্যন্তরে ব্যাবহারের অনুমতি দিয়েছে-
১.এ্যাসটাজেনেকা (২ ডোজ)
২.ফাইজার (২ ডোজ)
৩.মর্ডানা (২ ডোজ)
৪.জনসন & জনসন (১ ডোজ)
এই টিকার কমপ্লিট ডোজ নিলে কোয়ারান্টাইন করতে হবে না।
চায়না কোম্পানির টিকা সিনোভ্যাক ও সিনোফার্মা কোম্পানির টিকা নিলে ২ ডোজ নেওয়া পর ১ ডোজ বুস্টার ডোজ নিতে হবে।
উপরের চারটি যেকোন এক ডোজ টিকা বুস্টার হিসেবে নিতে হবে।
বুস্টার ছাড়া সিনোভ্যাক ও সিনোফার্মা কোম্পানির দুই ডোজ নিয়ে সৌদি আরব আসলে ৫ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে।
এক কথায়- চায়না টিকা নিলে অবশ্যই বুস্টার ডোজ নিতে হবে।
বুস্টার না নিলে যাত্রীকে হোটেল বুকিং করতে হবে ৫ দিন কোয়ারান্টাইন করার জন্য।
শর্তঃ-
যাদের কোয়ারান্টাইন থাকতে হবে তাদের করোনা টেস্ট করতে হবে।
প্রথম টেস্ট- ফ্লাইটে বসার ৭২ মধ্যে।
২য় টেস্ট- সৌদি প্রবেশের ২৪ মধ্যে।
৩য় টেস্ট- ৫ম দিন।
তিনটি রিপোর্ট নেগেটিভ আসলে হোটেল কোয়ারান্টাইন সমাপ্ত হবে।
নতুন নিয়মে ১৮ বছরের নীচের কেউ টিকা না নিয়ে থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন লাগবে না।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের দিকনির্দেশনা মেনে হোম কোয়ারান্টাইন করতে হবে।
সৌদি আসার ৬ষ্ট দিনের মাথায় করোনা টেস্ট করতে হবে।
৮ বছরের নীচে বাচ্চার বয়স হলে করোনা টেস্ট করা লাগবে না।
৮ বছরের অধিক হলে করোনা রিপোর্ট নিয়ে ফ্লাইটে বসতে হবে।
নোট—
সৌদি থেকে টিকা ১ ডোজ বা ২ ডোজ নিয়ে দেশে গিয়েছে,তাদের জন্য নতুন কোন দিকনির্দেশনা আসেনি।
তাদের তাওয়াক্কালনা app ইমিউন এর স্ক্রিন শর্ট বা তাওয়াক্কালনা দেখিয়ে সৌদিতে ফিরে আসতে পারবেন।
ইমিউনের প্রমান থাকলে কোন প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন প্রয়োজন হবে না।
উল্লেখ্য, সৌদিতে আসার পূর্বে যেকোন অবস্থাতেই বিমানে আরোহনের সর্বোচ্চ 72 ঘন্টার পূর্বে পিসিআর নেগেটিভ টেস্ট এবং মুকীম পোর্টালে নিবন্ধন হওয়া শর্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 DeshPriyo News
Designed By SSD Networks Limited
error: Content is protected !!