সাজ্জাদ হোসেনঃ আল্লাহ পাক সকলকে ধৈর্য ধরে পড়ার তৌফিক দান করঃ হাসেম খান এমপি সাহেব কি বলবেন ?১৯৭৩ চান্দিনার আশরাফ ভাই মাছ মার্কা এমপি পরে সারা জীবন আওয়ামী লীগ, ১৪ সনে দেবিদ্দার থেকে রাজি মোহাম্মদ ফখরুল স্বতন্ত্র নির্বাচিত এমপি ,মুরাদনগরে ইউসুফ আব্দুল্লাহ হারুন স্বতন্ত্র থেকে নির্বাচিত এমপি আওয়ামীলীগ করে কি ভাবে? ঢাকার হাজী সেলিম স্বতন্ত্র থেকে নির্বাচিত এমপি হয়ে আওয়ামী লীগ করে কি ভাবে? ভাঙ্গার নিক্সন চৌধুরী স্বতন্ত্র থেকে নির্বাচিত এমপি হয়ে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হয় কিভাবে? মাদারীপুরের শাহজাহান খান সারা জীবন জাসদ করে এখন আওয়ামী লীগের এমপি হয় কি ভাবে? নারায়ণগঞ্জের শামসুদ্দোহা খানের বিরুদ্ধে নারায়ণগঞ্জে চুনখাঁ নির্বাচন করে আওয়ামী লীগ করে কিভাবে ? কুমিল্লা সদরে বাহার ভাই ২০০১ সনে ঘরি মার্কা নিয়ে নির্বাচন করে পরে ৩ বার আওয়ামীলীগ এমপি হয় কি ভাবে ? , একই ঘটনার পরে আফজাল ভাই নৌকা মার্কা পেয়েছিল কি ভাবে?
২০০১ সনে আপনি নৌকায় ওঠে নৌকা তলাতে সুবিধা যারা বিরোধিতা করেছে তাদেরকে বলেছেন তোমাদের পদ্ধতি ঠিক না আমি যেভাবে করছি ওইভাবে ঠিক তারপরে আপনি আওয়ামী লীগ এমপি হতে পারেন কিনা, ২০১৪ সনের জামাত বিএনপির জ্বালাও পুড়াও এর সময়, আবদুল মতিন খসরু সাথে নৌকার সাথে বিশ্বাসঘাতকতা করে চিফএজেন্ট হন নাই আপনি আওয়ামীলীগ হন কিভাবে, তাছাড়া আপনি উপজেলা নির্বাচনে পরাজয় হওয়ার কারণ আপনি চার ইউনিয়নের দায়িত্বে ছিলেন যেমন, মোকাম, ময়নামতি, ভারেল্লা, উত্তর দক্ষিণ, আখলাক চেয়ারম্যান স্বতন্ত্র আনারস মার্কার কাছে,ময়নামতির অলি হুজুর, তখনকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং খসরু ভাইয়ের মধ্যস্থতায় আপনি ৭০ লক্ষ টাকার বিনিময়ে নির্বাচন ছেড়ে দিয়েছেন, আমরা তখন হেরে যে রাজনৈতিকভাবে অপমানিত হয়েছি, যার কারণে নৌকা মার্কা পক্ষে আপনার পক্ষে যারা নির্বাচন করেছে একজন লক্ষ্য আপনি রাজনৈতিক প্রটেকশন দেন নাই, আল্লাহ পাক আপনার বিচার করবে নেত্রীও শুভ বুদ্ধির উদয় হলে আপনার বিচার করবে।
আরও কথা বলব,আপনার মনে আছে কি না জানি না, আমার জীবন দশায় যদি কোনদিন তোমাকে এমপি দেখে যেতে পারতাম মরলেও আমার কলিজা তৃপ্তি পেত এটা আমার বাসার নিচে বলেছেন, অনেকে সাক্ষী আছে, কথা দেড় বছরের মাথায় আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়ে আমি নিমসার কলেজের ৩০ বছরে বিদ্যুৎ সাহি সদস্য থেকে বাদ দিয় দিয়েছেন, তারপরে আমি ফকির বাজার স্কুল এন্ড কলেজের সভাপতি ছিলাম এই স্কুলে আমি পড়াশোনা করেছি এটা আমার প্রাণ এবং আমার জীবন আরও বাকশিমুল মাদ্রাসার আমার আমি সভাপতি ছিলাম তাথেকে আমাকে বাদ দিয়েছেন আমি কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি ডিগ্রি কলেজের একক প্রতিষ্ঠাতা সেই কলেজের আমি বিশ্বাস করে সেই কলেজের অনেক সুখ দুখের কথা আপনার সাথে শেয়ার করেছি আপনি বিশ্বাসঘাতকতা করে কালিকাপুর কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলামের সাথে কালিকাপুর আবদুল মাতিন খসরু কলেজের গভারনিং বডি হতে দেন নাই, জাতীয় বিশ্ববিদ্যালয় নির্দেশনা থাকার পরেও আপনি করতে দেন নাই, খসরু ভাই যা সাহস করে নাই আপনি তা করেছেন,আর একটা কথা বলি বছরে দুই বার দুই উপজেলায় বরাদ্দ আসে একবারও কি ১০০ টাকা আমাকে জিজ্ঞেস করে দিয়েছেন,বরং আমি ২০০৯ উপজেলা চেয়ারম্যান পরে, ৫ বছরে ১২ আপনার কবরস্থান আপনার প্রাইমারি স্কুল বরাদ্দ দিয়েছি যাহা উত্তোলন করে আপনি বুড়িচংগের কফিল উদ্দিন ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছেন এখন হয়তো অস্বীকার করবেন বেশি বাড়াবাড়ি করলে পি আই ও অফিসে তালিকা প্রকাশ করব, আমি উপজেলা নির্বাচনে মানুষ থেকে এনে ২০ লক্ষ টাকা খরচ করেছি এই টাকা আমার দাবী রইল মৃত্যুর আগে আপনি আমার টাকা পরিশোধ করবেন না হয় আমি আল্লাহ পাকের নিকট বিচার দেব, আখলাক চেয়ারম্যান বুড়িচং উপজেলা পরিষদ তার কর্মীদেরকে শতভাগ রাজনৈতিক অর্থনৈতিক সকল দিক দিয়ে প্রোটেকশন দিয়েছে কিন্তু আপনি এমপি হওয়ার পরে একজন নৌকার কর্মীকে প্রোটেকশন দেন নাই বরংচ লাঞ্ছিত বঞ্চিত করেছেন যাক আপনারা কাজ আপনি করেছেন, এজন্য আমি নৌকার এবং দলের কর্মীদের কে রাজনৈতিক অর্থনৈতিক ভাবে বাঁচিয়ে রাখার জন্য, আমি নির্বাচিত হই বা না হই নির্বাচন করব ইনশাল্লাহ পরে আরও কথা আছে জানাব আপনি এমপি হওয়ার পরে আমি উপজেলা আওয়ামীলীগ একটা মিটিং দাওয়াত পাইনাই, আমি দুর্দিনে ছাত্রলীগের সভাপতি আমি দুর্দিনে উপজেলা যুবলীগের সভাপতি ।
আমি দুর্দিনে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের ২০০৩ সালের সাধারণ সম্পাদক আমি মাননীয় সাবেক আইন আব্দুল মতিন খসরু ভাইয়ের মৃত্যুর পরে আমি এক নম্বর উপজেলা আওয়ামী লীগের সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুইবার বা আমাকে দুঃসময় খাঁটিয়েছেন আপনার সু সময় একটি মিটিং দাওয়াত করেন না কিসের আলামত দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে এবং নির্বাচনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ফেইস বুক থেকে…
সাজ্জাদ হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক,কুমিল্লা জেলা আওয়ামী লীগ।
সাবেক উপজেলা চেয়ারম্যনা ,বুড়িচং।
Leave a Reply