শরিফুল হাসানঃ ২২ বছরের প্রবাস জীবন, দেশে ফিরে পরিবারহীন এক রেমিট্যান্স যোদ্ধার স্বজনদের খুঁজে পেতে সবার সহযোগিতা চাইছি। আজ শনিবার ভোরে বিমানবন্দরে বাইরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে বসে থাকতে দেখেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ান তাঁদের অফিসে নিয়ে যায়। তথ্য বিশ্লেষণ করে জানতে পারেন গতকাল ১৮ আগষ্ট শুক্রবার দুপুর ১২.৩০ মিনিটে বাংলাদেশ বিমানের BG-136 বিমান যোগে ঢাকায় পৌঁছান। তবে তিনি স্বজনদের ঠিকানা বলতে পারছেন না। পরে তাঁর পরিবারের খোঁজ করার জন্য বিমানবন্দর আর্মড পুলিশ
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে হস্তান্তর করেন।
মিজানুর রহমানের বয়স: ৫৭ বছর। তিনি বর্তমানে ব্র্যাক লার্নিং সেন্টার আশকোনাতে আছেন। পাসপোর্টের নাম অনুযায়ী নাম মো: মিজানুর রহমান। বাড়ি চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার ১২০ সদরঘাট রোড। পিতার নাম আব্দুল জব্বার, মাতা: ফাতেমা বেগম, বোন: আনোয়ারা। পাসপোর্টে জরুরী যে নম্বর দেওয় আছে সেই নম্বরে ফোন করে আমরা জেনেছি সেটি পরিবারের কারো নম্বর নয় বরং যে দালাল পাসপোর্ট করে দিয়েছিল তাঁর নম্বর। দালাল বলেছে, তারা অনেকের পাসপোর্টই করে। এই লোকের বিষয়ে কিছু জানা নেই। চট্রগ্রামের কোতোয়ালি ও সদরঘাট থানা পুলিশকে ছবি ও পাসপোর্ট দেয়া হয়েছে।
পাসপোর্টের তথ্য অনুযায়ী মিজানুর রহমান ২০০১ সালে সৌদি আরব যাওয়ার পর থেকে আর কখনোই দেশে আসেনি। এখন তিনি ঠিকভাবে কিছু বলতেও পারছেনা, শুধু বলেন তার সকল আত্মীয় স্বজন মারা গেছে, এদেশে তার কেউ নেই। দীর্ঘ ২২ বছর কেন তিনি দেশে আসেনি বা কেন পরিবারের সাথে যোগাযোগ করেননি বা এতোদিন তিনি তাহলে কি করতেন এবিষয়ে জানার চেষ্টা করা হলেও মিজানুর রহমান মানসিক অসুস্থ হওয়ার কারনে কিছুই জানা সম্ভব হচ্ছেনা। তাঁর পরিবারের সন্ধান প্রয়োজন। সবার সহযোগিতা কামনা করছি।
আপনাদের সবাইকে জানাতে চাই সরকার বিদেশফরেত মানুষের কল্যাণে রেইজ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড এই প্রকল্প বাস্তবায়ন করছে। এজন্য সারাদেশে ৩০ টা ওয়েলফেয়ার সেন্টারে করেছে। মিজানুরের মতো মানুষেরা সেই প্রকল্পে সহায়তা পেতে পারেন। তবে সবার আগে তাকে তাঁর পরিবার বা স্বজনদের কাছে দিতে হবে। কাজেই তাঁর বিষয়ে কেউ কোন তথ্য পেলে 01712197854 এই নম্বরে জানানোর অনুরোধ করছি। আশা করছি আপনাদের সবার সহযোগিতায় মিজানুর রহমান তাঁর পরিবার বা স্বজনদের খুঁজে পাবেন।
ফেইস বুক থেকে।
শরিফুল হাসান, কলামিস্ট
এ জাতীয় আরো খবর..
Leave a Reply