সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:০২ পূর্বাহ্ন

৯৮৮৫ কোটি টাকায় ইন্টার মিলান কিনবেন সৌদি যুবরাজ?

প্রথম আলো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২৯৫ বার
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।ফাইল ছবি: আনসা

ইতালিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, ইন্টারকে কিনতে বৈঠকেও বসেছিল দুই পক্ষ। ইতালির অন্যতম সেরা ক্লাবটির আনুমানিক দামও বলা হয়েছে। গত মৌসুমেই সিরি ‘আ’ জিতে নেওয়া ইন্টারকে যে সস্তায় পাওয়া যাবে না, তা মোটামুটি নিশ্চিত।

পিআইএফের প্রধান সালমান পিসিপি ক্যাপিটাল পার্টনারস এবং আরবি স্পোর্টস অ্যান্ড মিডিয়াকে সঙ্গে নিয়ে সিরি ‘আ’তে এ বিষয়ে দেনদরবার করছেন। ইতালিয়ান সংবাদমাধ্যম ‘লিবেরো’ জানিয়েছে, নিউক্যাসলকে যদি ৩০ কোটি পাউন্ডে কেনা যায়, তাহলে ইন্টারের দাম হতে পারে ১০০ কোটি ইউরো (বাংলাদেশের মুদ্রায় প্রায় ৯ হাজার ৮৮৫ কোটি টাকা)।

চ্যাম্পিয়নস লিগ চলাকালে গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে বৈঠকে বসেছিল দুই পক্ষ। ইন্টারের মালিক প্রতিষ্ঠান চীনের সানিং কমার্স গ্রুপ নাকি ক্লাব বিক্রি করতে আগ্রহী।

সানিং কমার্স গ্রুপের মালিক ঝ্যাং পরিবার সেই বৈঠকে ইন্টারের দাম বলেছে ১০০ কোটি ইউরো—জানিয়েছে ইতালিয়ান সংবাদমাধ্যম। সানিং গ্রুপের মালিক ঝ্যাং জিনডংয়ের ছেলে ঝ্যাং ক্যাংইয়াং ২০১৮ সালে মাত্র ২৬ বছর বয়সে ইন্টারের ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি হন। ক্লাবটিকে নিয়ে বড় স্বপ্নই ছিল তাঁর।

কিন্তু করোনাভাইরাস মহামারিতে ভীষণ আর্থিক টানাটানির মধ্যে পড়ে সানিং কমার্স গ্রুপ। এরই পরিপ্রেক্ষিতে ২০২০-২১ অর্থবছরে ইতালিয়ান ফুটবলে রেকর্ড ২৪ কোটি ৫৬ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৪৪০ কোটি টাকা) লোকসান গুনেছে ইন্টার। গুঞ্জন আছে, ক্লাবে অনেকের বেতনও নাকি বাকি।

গত মৌসুমে সিরি আ জিতেছে ইন্টার মিলান

আশরাফ হাকিমি কিংবা রোমেলু লুকাকুদের মতো তারকাকেও ধরে রাখতে পারেনি ইন্টার। এবার মালিকানা হাতবদল হলে তিনবার ইউরোপ–সেরা ক্লাব হওয়া ইন্টারের দিনবদল হতেও পারে। সিরি ‘আ’তে ১৯ বারের চ্যাম্পিয়ন দলটি অন্তত আর্থিকভাবে জুভেন্টাস, এসি মিলান কিংবা এএস রোমার সঙ্গে পাল্লা দিতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 DeshPriyo News
Designed By SSD Networks Limited