ভিক্ষা করতে নদী সাঁতরে বাংলাদেশে এসেছেন ভারতের এক নাগরিক। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে অনুপ্রবেশ করায় গতকাল শনিবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই ব্যক্তির নাম শ্রী সীতারাম লাল চন্দ (৫০)। তিনি ছত্তিশগড়ের বিলাসপুর জেলার মরোয়ারী থানাধীন মাটিয়াঢাল এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, নগরীর রেলস্টেশন সংলগ্ন ভার্থখলা এলাকায় বাংলা ও হিন্দি ভাষায় কথা বলে ভিক্ষা করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন, কোনো অসৎ উদ্দেশে বাংলাদেশে আসেননি। ভিক্ষাবৃত্তির জন্যই নদী সাঁতরে সীমান্ত পাড়ি দিয়েছেন।
এদিকে সীতারামের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার। তিনি আরও জানান, ওই ব্যক্তি এক মাসের বেশি সময় সিলেটের বিভিন্ন জায়গায় ঘুরে ভিক্ষা করেছেন। একপর্যায়ে সন্দেহ হলে স্থানীয়রা ৯৯৯-এ কল দেন।
Leave a Reply