সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাবেক আইন মন্ত্রী আবদুল মতিন খসরু। এর বাইরে আরও সাত পদে জয় পেয়েছেন আওয়ামী সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা। অপরদিকে সম্পাদক পদে জয় পেয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের রুহুল কুদ্দুস কাজল। এছাড়া আরও পাঁচ পদে জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।
সহসভাপতি ও সহসম্পাদক পদে উভয় প্যানেল থেকে একজন করে নির্বাচিত হয়েছেন। ট্রেজারার নির্বাচিত হয়েছেন সাদা প্যানেল থেকে। এছাড়া সদস্য পদে সাদা প্যানেলের ৪ ও নীল প্যানেলের ৩ জন নির্বাচিত হয়েছেন।
বুধ ও বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে শুক্রবার তা গননা করা হয়। আর রাতে ওই ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এবার ১৪টি পদের বিপরীতে মোট ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ৬টি পদে সরকার সমর্থক আইনজীবীরা এবং সম্পাদকসহ ৮টি পদে বিএনপির সমর্থক আইনজীবীরা জয়ী হয়েছিলেন।
সূত্র- আমাদের সময়
Leave a Reply