স্টাফ রিপোর্টারকু: মিল্লা সদর দক্ষিনের জোর কাননের সরকারি পরিত্যাক্ত একটি ভবনে আপত্তিকর অবস্থায় যুবক যুবতীকে আটক করে সদর দক্ষিন থানা পুলিশ।
করোনা মহামারিতে কঠোর লকডাউন চলাবস্থায় মঙ্গলবার রাতে টহল দেওয়ার সময় পুলিশ সরকারি ভবনে যুবক যুবতীকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। জিজ্ঞাসাবাদে নির্জন এলাকায় রাতে সরকারি ভবনে থাকার কারন জানতে চাইলে সঠিক জবাব দিতে পারেনি ওই যুবক-যুবতী।
সদর দক্ষিন থানার পুলিশের কর্মকর্তা দেলোয়ার তাদের সদর দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ এর কার্যালয়ে নিয়ে আসেন। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় যুবকের নাম মীর সামিউল, সে জনকন্ঠ কুমিল্লা প্রতিনিধি মীর শাহালম এর ছেলে, যুবতীর নাম জৈতি রয় তার বাড়ি কমিল্লা বাগিচাগাও গাও। পুলিশ জানায় মেয়েটি হিন্দু। তাদেরকে আপত্তিকর অবস্থায় কুমিল্লা সদর দক্ষিনের জোর কাননের সরকারি ভবন থেকে আটক করা হয়। পরে রাত ১২ টার দিকে সাংবাদিক মীর শাহালম সদর দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষের কাছে মোচলেকা দিয়ে ছেলে মীর সামিউল কে ছাড়িয়ে নিয়ে যায়। পুলিশের তত্বাবধানে মেয়েটিকে বাড়ি পৌছে দেওয়া হয়।
Leave a Reply