সৌদিতে নতুন ভিসা সার্ভিস চালু” এ ভিসায় থাকবেনা আকামা। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রনালয় এইবার temporary visit work permit VISA service চালু করেছে। গতকাল থেকে নতুন এই সার্ভিস সুবিধা চালু হয়েছে। মন্ত্রনালয় থেকে বলা হচ্ছে সাময়িক ভিসা সার্ভিসে কোম্পানি তাদের ইচ্ছামত কর্মী নিয়োগ দিতে পারবে। এতে অর্থনৈতিকভাবে সৌদি আরব অনেকটাই লাভবান হবে। ভিশন ২০৩০ অংশ হিসেবে মন্ত্রনালয়ের এই পরিবর্তন। মন্ত্রী জানান আমারা সচ্ছ শ্রমবাজার তৈরির লক্ষেই এই সিস্টেম চালু করেছি। তিনি মনে করেন এতে শ্রমবাজার অনেকটাই সচ্ছ ও কোম্পানিগুলো আরো বেশি লাভবান হবে। এতে নিয়োগকর্তারা যোগ্য লোক নিয়োগ দিতে পারবে। অদক্ষ শ্রমিকের উপর নির্ভতা অনেকটাই কমবে। নতুন এই ভিসা সার্ভিসে কোম্পানি বা কফিল কিউয়ার মাধ্যমে ৩ মাস,৬ মাস ও ১ বছরের জন্য ভিসা আবেদন করতে পারবে। temporary visit work permit VISA service এ কফিল কোম্পানি সর্বনিম্ন ৩ মাসের জন্য কর্মী আনতে পারবে। নতুন ভিসা সার্ভিসে কর্মীদের আকামার প্রয়োজন হবে না। পাসপোর্টে থাকা ভিসা দেখিয়ে চলাচল করতে পারবে।
Leave a Reply