ইতালি প্রতিনিধি~ বাংলা একাডেমি ব্রেসসা,ইতালির ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। ভাষা শহীদের আত্মত্যাগ আর তাদের স্মৃতি অম্লান করতে, বিশ্বের দরবারে বাংলাভাষীদের গৌরবের এ ইতিহাস জানাতে ১৯ ফেব্রুয়ারী হতে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ এবং ইতালিয়ান সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ স্থানীয় কমুনে, প্রশাসন সমম্বয়ে ৯ দিন ব্যাপী বর্ণাঢ্য এবং বৈচিত্র্যময় কর্মসূচির অংশ হিসেবে শনিবার
বাংলা একাডেমি ব্রেসসা, ইতালিয়ান সহ ব্রেসসাতে বসবাসরত বিভিন্ন ভাষাভাষী জাতির সামনে তুলে ধরে ভাষা দিবস তথা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন , বাংলাদেশের কন্সুলেণ্ট জেনারেল মিলান,ইতালির কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ, কন্সুলেণ্ট জেনারেল ক্রোয়েশিয়ার কনসাল জেনারেল , ব্রেসসা সিটির ডেপুটি মেয়র মারকো পেনারেল্লি, মিলান সিটির কমিশনার বিভাষ চন্দ্র কর। বাংলা একাডেমি ব্রেসসা,ইতালির পরিচালক কাউসার জামানের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় ইতালিয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের কন্সুলেণ্ট জেনারেল মিলান,ইতালির কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ, বাংলাভাষার পাশাপাশি ইতালিয়ান ভাষায় পারদর্শী হতে প্রবাসের আহবান জানান। কনসাল জেনারেল বলেন বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য স্থানীয়দের কাছে তুলে ধরার জন্য আহবান জানান।
Leave a Reply