বর্তমান পরিস্থিতিতে রাশিয়া ও চীনের মধ্যে সহযোগিতা শুধুই শক্তিশালী হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই মন্তব্য করেছেন। রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ল্যাভরভ আরও বলেন, দুই দেশের সহযোগিতা আরও শক্তিশালী হবে কেননা এই সময়ে পশ্চিমারা স্পষ্টভাবে সেই সমস্ত ভিত্তিকে ক্ষুণ্ণ করছে যার ওপর আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি রয়েছে। অবশ্যই আমাদের – দুটি শক্তিধর রাষ্ট্র হিসেবে এই পৃথিবী কীভাবে চলবে হবে তা ভাবতে হবে।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ শনিবার (১৯ মার্চ) পর্যন্ত টানা ২৪ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে তুমুল লড়াই। এতে উভয় পক্ষেরই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে এখন পর্যন্ত নিন্দা জানায়নি চীন। উল্টো পুর্ব ইউরোপে সম্প্রসারণের জন্য ন্যাটো ও যুক্তরাষ্ট্রকে দুষছে চীন। আল জাজিরা।
Leave a Reply