পবিত্র আল-কুদস শহরের বাব-আল আমুদ বা দামেস্ক গেটের কাছে আয়োজন করা ইফতার মাহফিলে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনারা। গতকাল সোমবার সন্ধ্যায় তারা এ হামলা চালায়। এ নিয়ে টানা তিন দিন রোজাদার ফিলিস্তিনির ওপর হামলা চালালো হলো।
ফিলিস্তিনের বার্তা সংস্থা মান জানিয়েছে, রোজাদার মুসল্লিদেরকে ছত্রভঙ্গ করতে ইসরায়েল সেনারা টিয়ার গ্যাস এবং সাউন্ড বোমা নিক্ষেপ করে। অথচ সেখানে লোকজন জড়ো হয়েছিল ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মান নিউজ আরও জানায়, এ ঘটনায় অন্তত ফিলিস্তিনের ছয় তরুণকে আটক করেছে সেনারা। তাদের মধ্যে তিনজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আটক ওই ফিলিস্তিনিদের প্রচণ্ড মারধর করেছে ইসরায়েলের পুলিশ।
পবিত্র রমজানের শুরুতেই দামেস্ক গেটকে সামরিক ব্যারাকে পরিণত করে ইসরায়েল। সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে তারা। গত তিন দিনে ওই এলাকা থেকে ১০ জন ফিলিস্তিনিকে আটক করে এবং ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ২০ জন আহত হন।
Leave a Reply