জাকির হোসেন মারুফ ঃ মুজিব কন্যা শেখ হাসিনা আমাদের নেতা,আমাদের শিক্ষক।
১৯৮১ সালের ১৭মে তিনি স্বদেশে ফিরে আসার পর থেকেই আমাদের প্রজন্ম ওনার পথচলার সঙ্গী।তিনি শুধু আমাদের প্রজন্মকেই নন পুরো বাংলাদেশের মানুষকে আশার আলো দেখিয়েছেন।তিনি কেঁদেছেন আমরা কেঁদেছি,তিনি মা-বাবা-ভাই-আত্মীয়-স্বজন-পরিবার-পরিজন সব কিছু হারিয়ে বাংলার মানুষকে আপন করে নিয়েছেন,
আমরা আপন হয়েছি,
তিনি বলেছেন আমরা শুনেছি,তিনি নির্দেশ দিয়েছেন আমরা তা মান্য করেছি,তিনি নিজের জীবনকে বাংলার মানুষের জন্য উৎসর্গ করেছেন,আমরা তাঁকে অনুসরণ করেছি,তিনি বার বার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন আমরা তেজোদ্দীপ্ত হয়েছি,তিনি সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেছেন আমরা সাহসী হয়েছি,তিনি বাংলার মানুষকে ভালোবেসেছেন আমরা ভালবাসতে শিখেছি।
৭মে,২০০৭ বাংলার মানুষের ভাগ্যাকাশে তেমনই একটা দিন।তিনি এভাবেই বার বার ইলেকট্রার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
শেখ হাসিনা,আপনিই বাংলাদেশ।আমরা আপনার কাছে চিরঋণী।
জয়তু শেখ হাসিনা।
লেখকঃ জাকির হোসেন মারুফ, সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ।
Leave a Reply