বুধবার স্হানীয় সময় বিকাল ৫ টায় ইতালীর রোমের ফিনোক্কির বাংলাদেশি মালিকানাধীন প্রতিস্ঠানে দূধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।দোকানের ভিতর ২ রাউন্ড গুলি করে প্রায় ৯ হাজার ইউরো (৯ লক্ষ) টাকা ছিনিয়ে নিয়েছে।তাৎক্ষনিক ভাবে পুলিশ এসে পুরো এলাকা তলাশী করছে। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এডভোকেট আনিচুজ্জামান আনিচ।উনার বাড়ী বাংলাদেশের বরিশালে।
(31) ইতালির রোমে প্রকাশ্য দিবালোকে বাংলাদেশি দোকানে ডাকাতি – YouTube
Leave a Reply