আল্লাহ আমাদের কিছু কাজ ফরজ করে দিয়েছে।
ইসলামের মধ্যে মোট ১৩০ ফরজ সেগুলো জানা প্রয়োজন
মুসলমানি রোকন ৫ ফরজ
১.কালেমা
২.নামাজ
৩.রোজা
৪.হজ্ব
৫.যাকাত
কতক আলেমের মতে ৪ কুরসিতে ৪ ফরজ
১.মুহাম্মদ(সাঃ)আবদুল্লাহর পুত্র
২.আবদুল্লাহ আবদুর মুত্তালিবের পুত্র
৩.আবদুল মোত্তালিব হাশিমের পুত্র
৪.হাশিম মান্নাফের পুত্র
পাঁচ ওয়াক্ত নামাজের নিয়তে ৫ ফরজ
১.ফজর
২.যুহর
৩.আচর
৪.মাগরিব
৫.এশা
ফরজ নামাজ সমূহ
পাঁচ ওয়াক্ত নামাজের ১৭ ফরজ
ফজরের দুই রাকাত, যুহরের চার রাকাত,আছরের চার রাকাত,মাগরিবের তিন রাকাত,এশার চার রাকাত
ঈমানের ৭ ফরজ
১.আল্লাহর উপর ঈমান আনা
২.রাসূলের উপর
৩.ফেরেশতার উপর
৪.আল্লাহর কিতাব সমূহের উপর
৫.তকদীরের উপর
৬.মৃত্যুর পর পুনর্জীবিত হওয়ার উপর
৭.কেয়ামতের উপর
অজুতে ৪ ফরজ
১.সমস্ত মুখমন্ডল ধৌত করা
২.উভয় হাতের কনুই পর্যন্ত ধৌত করা
৩.উভয় পায়ের গিরা সমূহ ধৌত করা
৪.মাথা চার ভাগের একভাগ মাসেহ করা
পাঁচ কালেমা ৫ ফরজ
১.কালেমা তাইয়্যেব
২.কালেমা শাহাদাত
৩.কালেমা তামজীদ
৪.কালেমা তাওহীদ
৫.কালেমা রাদ্দে কুফর
গোসলের ৩ ফরজ
১.কুলি করা
২.ভালভাবে নাকে পানি দেওয়া
৩.সমস্ত শরীর পানি দ্বারা ধৌত করা
তাইম্মুমের ৩ ফরজ
১.সমস্ত মুখমন্ডল মাসেহ করা
২.উভয় হাতের কনুই পর্যন্ত মাসেহ করা
৩.নিয়ত করা
নামাজের বাহিরে আহকাম ৭ ফরজ
১.জায়গা পাক হওয়া
২.কাপড় পাক হওয়া
৩.শরীর পাক হওয়া
৪.সতর ঢাকা
৫.কিবলামুখি হওয়া
৬.নামাজের নিয়ত করা
৭.ওয়াক্ত মত নামাজ পড়া
নামাজের ভিতরে আরকান ৬ ফরজ
১.তাকবীরে তাহরীমা বলা
২.দাড়াইয়া নামাজ পড়া
৩.কেরাত পড়া
৪.রুকু করা
৫.সিজদা করা
৬.আত্তাহিয়্যাতু পাঠ করার সময় বসা
চার মাজহাবে ৪ ফরজ
১.হানাফী মাজহাব
২.মালেকী মাজহাব
৩.শাফেয়ী মাজহাব
৪.হাম্বলী মাজহাব
৩০ রোজার ৩০ ফরজ
৩০ রোজার নিয়তে ৩০ ফরজ
সর্বমোট-১৩০ ফরজ
Leave A Reply

আমাদের সম্পর্কে

যোগাযোগ ও আমাদের সম্পর্কে

All rights reserved by Desh Priyo News | Design and Developed by Sudipta Acharjee

Exit mobile version