কুমিল্লার গন মানুষের নেতা অধ্যক্ষ আফজল খানের সহধর্মিণী,সাবেক সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার মাতা, কুমিল্লা মর্ডান হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা বীরমুক্তিযোদ্ধা নার্গিস আফজল রাত ১০ টা ৫০ মিনিটে ঢাকার হলিফ্যামিলি হসপিটালে ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন, আমিন। উনার নামাজে জানাজা কাল ১৩ জুন বাদ যোহর, কুমিল্লা মর্ডান স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
নার্গিস সুলতানা দীর্ঘদিন যাবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সম্প্রতি তার স্বাস্থ্যের অবস্থা অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে কুমিল্লার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর নার্গিস সুলতানার স্বামী বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান এবং ২০২৩ সালের ৬ মার্চ তাদের জ্যেষ্ঠ পুত্র কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান ইন্তেকাল করেন।
এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর নার্গিস সুলতানার স্বামী বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান এবং ২০২৩ সালের ৬ মার্চ তাদের জ্যেষ্ঠ পুত্র কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান ইন্তেকাল করেন।
ছবিতে অধ্যক্ষ আফজল খান ও নার্গিস আফজল